- ১৩ অক্টোবর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “পারস্পরিক হিংসা-বিদ্বেষের যে সংস্কৃতি দেশে গড়ে তোলা হয়েছে, তা আমাদের ধ্বংসের পথে নিয়ে গেছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।”
সরকারের ওষুধ শিল্প নীতি ও অন্যান্য খাতের নীতিমালার সমালোচনা করে বিএনপি মহাসচিব জানান, শুধু ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নয়, মানুষের সামগ্রিক অধিকার নিশ্চিত করাও জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের দেওয়া ৩১ দফা প্রস্তাব দেশের স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার সক্ষমতা রাখে।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”