Tuesday, October 14, 2025

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করল আসামি স্বাধীন


ছবিঃ তুহিন হত্যার আসামি স্বাধীন (সংগৃহীত)

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার অন্যতম আসামি স্বাধীন। রাতভর জিজ্ঞাসাবাদের পর শনিবার (৯ আগস্ট) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন স্বীকার করেছে যে, ছিনতাই চক্রের একটি ঘটনা ভিডিও করার কারণে তুহিনকে হত্যা করা হয়। ঘটনার সূত্রপাত হয় তখন, যখন চক্রের নারী সদস্যকে বাদশা নামে এক ব্যক্তি আঘাত করেন। পরে চক্রের অন্য সদস্যরা বাদশাকে ছুরি নিয়ে তাড়া করে। এ দৃশ্য ভিডিও করছিলেন তুহিন, যা দেখে ফেলেই হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

মামুন খান চিশতী বলেন, “তুহিনকে ভিডিও মুছে ফেলতে বলা হলেও তিনি নিজের পরিচয় দিয়ে তা করতে অস্বীকৃতি জানান। এরপর পাশের একটি মার্কেটের সামনে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।” সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি থেকে প্রাথমিকভাবে এই কারণই সামনে এসেছে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার নিহতের বড় ভাই বাসন থানায় মামলা দায়ের করেন, যেখানে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঠিক উদ্দেশ্য ও পটভূমি জানতে তদন্ত চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন