Monday, January 19, 2026

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনার অনুমতি পেল বিএনপি


ছবি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতি পেয়েছে দলটি। বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। এই উপলক্ষে দলীয়ভাবে সংবর্ধনা আয়োজনের অনুমতির আবেদন জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অনুমতিপত্র প্রদান করেছেন।

শায়রুল কবির খান বলেন, রোববার রাত সাড়ে আটটার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র পাঠানো হয়। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের একজন স্টাফ সরাসরি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ওই চিঠি পৌঁছে দেন।

তিনি আরও জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর দায়িত্বে থাকা সাত্তার পাটোয়ারী কমিশনার কার্যালয় থেকে পাঠানো অনুমতিপত্রটি গ্রহণ করেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে কর্মসূচি ও সংবর্ধনার বিস্তারিত সময়সূচি শিগগিরই জানানো হবে। রাজনৈতিক অঙ্গনে এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাড়তি আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন