Monday, January 19, 2026

তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের ভার্চ্যুয়াল বৈঠক


ফাইল ছবিঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান(সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি বাণিজ্য প্রতিনিধিদল ভার্চ্যুয়ালি বৈঠক করেছে। শুক্রবার (আজ) বাংলাদেশ সময় সকাল ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।

সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, শুল্কনীতি, বাজারে প্রবেশাধিকার এবং ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্ব আরোপ করে।

ভার্চ্যুয়াল এই আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে তারেক রহমানের পররাষ্ট্রনীতি–বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির অংশ নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক ভবিষ্যতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন