- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দুপুরে কাতারে যাওয়ার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিন শেখ (৩৩) রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ শাহিন শেখকে গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি অবগত হওয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্র জানায়, শাহিন শেখের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। বর্তমানে রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল আরও বলেন, গ্রেপ্তারের পর রাজবাড়ী জেলা পুলিশের দল রাতেই তাকে নিয়ে রাজবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছে। আজ শনিবার তাকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।