Tuesday, October 14, 2025

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সমাবেশে ১৪৪ ধারা: কাদের সিদ্দিকীর প্রতিবাদ


ছবিঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | টাঙ্গাইল :

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম আজ সোমবার বিকেলে প্রতিবাদ সমাবেশে বলেন, “মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে ১৪৪ ধারা জারি করা সত্যিই ন্যাক্কারজনক। এটি আমাদের ইতিহাসে একটি নতুন রেকর্ড হয়ে থাকবে। মুক্তিযোদ্ধারা একত্র হবেন, কিন্তু প্রশাসন তাদের সভা বন্ধ করে দিয়েছে।”

টাঙ্গাইল শহরের কবি নজরুল সরণিতে নিজ বাসভবনের সামনে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে কাদের সিদ্দিকী গত শনিবার তার বাসভবনে হামলা ও ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের সমাবেশে ১৪৪ ধারা জারির ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি সমাবেশে বলেন, “সামনে কঠিন সংগ্রামের দিন আসছে। তোমাদের রাস্তায় নামতে হবে। আজ যারা এসেছেন, দেখেই আমি খুশি। শক্তি অবশ্যই থাকতে হবে নিয়ন্ত্রিত, অনিশ্চিত শক্তির কোনো মূল্য নেই। ভবিষ্যতে আমি কর্মসূচি দেব, তখন সকলকে দৌড়ে আসতে হবে।”

কাদের সিদ্দিকী আরও বলেন, “পুলিশ বাইরে লাঠি হাতে আছে, যাতে প্রয়োগ করতে না হয়। যেদিন রাস্তায় নামব, সেই দিন লাঠি বা বন্দুকও আমাদেরকে আটকাতে পারবে না। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন ‘জয় বাংলা’ থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শই আমাদের পথপ্রদর্শক।”

সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার কাজী আশরাফ ওরফে হুমায়ুন বাঙাল, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন।

প্রতিবাদ সমাবেশ চলাকালীন পুলিশ সকাল থেকেই কাদের সিদ্দিকীর বাসার চারপাশে অবস্থান নেয় এবং সমাবেশস্থল ঘিরে রাখে। সমাবেশে অংশগ্রহণকারীরা সুশৃঙ্খলভাবে অবস্থান নেন এবং শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য তুলে ধরেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন