Tuesday, October 14, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন: উপাচার্যের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ভোটের আহ্বান


ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবে তাদের মত প্রকাশের সুযোগ পাবেন এবং গণতন্ত্রকে আরও সুসংহত করবেন। সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

উপাচার্য জানিয়েছেন, নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মোট ৮১০টি বুথে প্রায় ৪০ হাজার ভোটার এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এবার প্রথমবারের মতো হল থেকে বের হয়ে কেন্দ্রীয়ভাবে ৮টি সমন্বিত কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা, তিন স্তরের নিরাপত্তা ও প্রশিক্ষিত পোলিং কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

এছাড়া উপাচার্য প্রার্থীদের উদ্দেশে বলেন, “জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। বিজয়ী হোক বা পরাজিত, উভয়েরই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বহু বছর পর আমরা একটি ঐতিহাসিক নির্বাচনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং এতে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করবে।”

উপাচার্য নিশ্চিত করেছেন, নির্বাচন কমিশনে চিফ রিটার্নিং কর্মকর্তা সহ ১০ জন কমিশনার দায়িত্বে থাকবেন। ভোট গণনা পুরোপুরি স্বচ্ছভাবে টিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি প্রদর্শিত হবে। এছাড়া অনেকসংখ্যক সাংবাদিকও এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে ভোট দেওয়ার জন্য এ আহ্বানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন