Tuesday, October 14, 2025

টাঙ্গাইলে জুয়ার আসরে বিএনপি নেতা সহ ৩৪ জন আটক, কোটি টাকার জুয়ার সরঞ্জাম জব্দ


ছবিঃ পুলিশ হতে গ্রাফতার (সংগৃহীত)

টাঙ্গাইলে সদর উপজেলার ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাবে অভিযান চালিয়ে বিএনপি নেতা আজগর আলীসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ৪৯ হাজার ৪১০ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও দুটি খালি মদের বোতল জব্দ করা হয়।

সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, গভীর রাতে অভিযান পরিচালনা করা হয় এবং আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, এবং মামলা দাখিলের পর আদালতে হাজির করা হবে।

আটককৃতদের মধ্যে বিএনপির সাবেক জেলা যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, কালিবাড়ির বিধুণ ভুষনের ছেলে রক্ষিত বিশ্বজিৎ, সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু, দিঘুলিয়ার জসিম উদ্দিন, বাঘিলের গোলাম মাওলা, থানাপাড়ার শাহিন আহমেদ, আবু জাফর খান, বিশ্বাস বেতকার মো. আব্দুর রশিদ, আকুর টাকুর পাড়ার মঈন খান, করটিয়ার ইসমাইলের ছেলে মোস্তফা কামাল সহ স্থানীয় বিভিন্ন এলাকা থেকে নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছেন।

পুলিশ ও যৌথবাহিনীর কর্মকর্তারা বলছেন, এই অভিযান জুয়ার সঙ্গে জড়িত বড় একটি চক্রের বিরুদ্ধে নেওয়া হয়েছে। জব্দ হওয়া নগদ অর্থ ও জুয়ার সরঞ্জাম স্থানীয় জনসাধারণের মধ্যে সতর্কতা বৃদ্ধির উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন