Tuesday, October 21, 2025

টানা অগ্নিকাণ্ডে শঙ্কা: দুর্ঘটনা না পরিকল্পিত ষড়যন্ত্র?


প্রতিকি ছবিঃ বাংলাদেশে বিভিন্ন জায়গায় অগ্নিকান্ড (সংগৃহীত)



বিশেষ প্রতিনিধি | PNN নিউজ ডেস্ক: 

অক্টোবর মাসের মাঝামিতে যেন পরিণত হয়েছে ভয়াবহ আগুনের মাসে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সংঘটিত তিনটি অগ্নিকাণ্ড দেশের শিল্পখাতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে — এগুলো কি কেবল কাকতালীয় দুর্ঘটনা, নাকি কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত?

১৪ অক্টোবর, রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে ১৬ জন পুড়ে মারা যান। এর ২দিন পরে ১৬ অক্টোবর, চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (EPZ)–এর একটি কারখানায় আগুন লাগে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কয়েকজন শ্রমিক আহত হন। আবার ও ২ দিনের ব্যবধানে ১৮ অক্টোবর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। দায়িত্ব পালনকালে ২৫ জন আনসার সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

অগ্নিকাণ্ডগুলোর সময়, প্রকৃতি ও ধ্বংসযজ্ঞের ধরন প্রায় একই — যা অনেকের মনে সন্দেহ জাগিয়েছে যে, এটি কেবল দুর্ঘটনা নয়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাগুলোর উৎস অনুসন্ধান করছে, তবে এখনো কোনো স্পষ্ট কারণ পাওয়া যায়নি।

নাগরিক সমাজ, শ্রমিক সংগঠন ও বিশ্লেষকরা বলছেন “একটি উন্নয়নশীল দেশের শিল্প ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে এমন ধারাবাহিক আগুন নিছক কাকতালীয় হতে পারে না।”

এখন সবার প্রশ্ন —এর পেছনে কি রয়েছে কোনো প্রাকৃতিক দুর্ঘটনা, নাকি বাংলাদেশের স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করার জন্য কোনো গোপন ষড়যন্ত্র?

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন