Tuesday, October 21, 2025

রিশাদের ক্যারিশমায় ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারাল বাংলাদেশ


ছবিঃ ৬ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন(সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৪ রানে। যদিও শুরুটা মোটেও মসৃণ হয়নি, পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ দলের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন রিশাদ হোসেন।

স্কোরবোর্ডে প্রথমার্ধে ২০৭ রানের ইনিংস তুলে বাংলাদেশ কোনোভাবেই ভয়ঙ্কর দৃশ্য তৈরি করতে পারেনি। ওপেনিংয়ে সাইফ হাসান এবং সৌম্য সরকারের ব্যর্থতা দলের ব্যাটিংয়ে ধীরগতির প্রভাব ফেলে। তবে মিডল অর্ডার থেকে নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয় একসঙ্গে যোগ করেন গুরুত্বপূর্ণ ৭১ রান। তবুও ইনিংসের ধীরগতির কারণে ৫০ ওভারে ২০০ রানের লক্ষ্য অর্জন করা দুষ্কর মনে হচ্ছিল।

তবে ম্যাচের বাঁক ঘুরে আসে রিশাদ হোসেনের কাঁধে। ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের জোরে তিনি ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারানোর পথ সুগম করেন। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিতে ৫১ রান তুললেও, রিশাদ প্রথম উইকেটে মহামূল্য ব্রেক থ্রু এনে দেন এথানেজকে এলবিডব্লিউ করে। এরপরই পর পর উইকেট তুলে নেন ব্রেন্ডন কিং, শেরফান রাদারফোর্ড ও রস্টন চেজকে। শেষ পর্যন্ত ৬ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন তিনি, যা তার ক্যারিয়ারের প্রথম ফাইফার হিসেবে রেকর্ডে যুক্ত হলো।

বাকি বোলাররাও অবদান রেখেছেন। মেহেদী মিরাজ ১০ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে তুলে নিয়েছেন ১ টি উইকেট, মুস্তাফিজুর রহমান ৫ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট ও তানভীর ইসলাম ১০ ওভারে ৪৬ রানে ১ টি উইকেট নিয়েছেন।

ব্যাট হাতে রিশাদ হোসেন কার্যকর ক্যামিও ইনিংস খেললেও, মূল রান আসে মিডল অর্ডারের ব্যাট থেকে। তৌহিদ হৃদয়ের ৫১ রানের ইনিংস এবং মাহিদুল ইসলাম অঙ্কন ও মিরাজের গুরুত্বপূর্ণ ছোট ইনিংস টিমকে ২০৭ রানের টার্গেট এনে দেয়। যদিও শেষ ১০ ওভারে ৬৭ রান তোলার সঙ্গে সঙ্গে ৬ উইকেটও হারাতে হয় বাংলাদেশকে।

ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ বলেন, "৫০ ওভার ব্যাট করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। যদিও ২০৭ রান বেশি না, তবুও বোলারদের বীরত্বপূর্ণ পারফরম্যান্স আমাদের জয় এনে দিয়েছে।"

এই জয় বাংলাদেশের জন্য এক বড় মনোবল জোগাচ্ছে, বিশেষ করে সিরিজের বাকি ম্যাচগুলোতে। রিশাদ হোসেনের অবদানই ম্যাচের হাইলাইট হয়ে থাকল, যার ওপর ভিত্তি করে দল ভবিষ্যতেও শক্তিশালী হতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন