Tuesday, October 14, 2025

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, নুরুল হকের পাশে গণ অধিকার পরিষদ


ছবিঃ গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে একটায় ঢাকা মেডিকেল হাসপাতালে সামনে ব্রিফিং করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান (সংগৃহীত)

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, “আপনার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। যদি লজ্জা থাকে, তবে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।”

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত সভাপতি নুরুল হককে দেখতে গিয়ে তিনি এ দাবি জানান।

রাশেদ খান অভিযোগ করেন, রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর কিছু সদস্য সরাসরি হামলায় অংশ নেয়। তাঁর ভাষায়, “আমাদের ওপর যে হামলা হয়েছে, তা পরিকল্পিত। সেনাবাহিনী কাদের নির্দেশে রাস্তায় নেমে আমাদের রক্তাক্ত করল? সেনাপ্রধানকে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তির সঙ্গে নুরুল হকের ওপর আক্রমণের কোনো সম্পর্ক নেই। ওই ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরুল হকের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। তাঁর চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর পুলিশের লাঠিপেটায় নুরুল হকসহ বহু নেতা–কর্মী আহত হন। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গণ অধিকার পরিষদ ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন