Tuesday, October 14, 2025

নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ গণ অধিকার পরিষদের


ছবিঃ নুরুল হক নেতা-কর্মীদের লাঠিপেটা করার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ। আজ দুপুরে নগরের ২ নম্বর গেটে (সংগৃহীত)

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ অবরোধের কারণে ওই এলাকায় চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রকাশ্যে দলের সভাপতির ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, হামলাকারীদের বিচার করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মোড়ে আসেন এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এসময় তারা স্লোগান দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। গণ অধিকার পরিষদের সঙ্গে যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কর্মীরাও এ কর্মসূচিতে যোগ দেন।

এর আগে গতকাল রাতে একই স্থানে প্রথম দফায় অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি। এর পেছনে ছিল রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার উপপরিদর্শক নয়ন আহমেদ দুপুরে জানান, অবরোধের সময় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তবে এখনো কোনো সহিংসতা বা বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

বিক্ষোভকারীদের উপস্থিতিতে ২ নম্বর গেট এলাকায় পুরো যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন