Tuesday, October 14, 2025

ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর ব্যাপক হামলা, পাল্টা আঘাতে রাশিয়ার তেল শোধনাগারে বিস্ফোরণ


ছবিঃ উদ্ধারকর্মীরা কাজ করছেন একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপে, যা রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্যে কিয়েভে এই ঘটনা ঘটে, ২৮ আগস্ট ২০২৫ (সংগৃহীত । থমাস পিটার/রয়টার্স )

ইউক্রেনের কেন্দ্রীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার ব্যাপক রাতের হামলায় অন্তত একজন নিহত এবং শিশু-সহ ২৪ জন আহত হয়েছেন। শনিবার সকালে জাপোরিঝিয়া শহরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিশ্চিত করেছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ।

আঞ্চলিক প্রশাসক ইভান ফেদোরভ জানিয়েছেন, হামলায় বহু বাড়িঘর, শিল্প কারখানা, সেবা কেন্দ্র ও ক্যাফে ধ্বংস হয়েছে। এদিকে দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও বিস্ফোরণ শোনা গেছে। প্রাদেশিক গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, দ্নিপ্রো ও পাভলোহ্রাদ শহর লক্ষ্য করে হামলা চালানো হয় এবং বাসিন্দাদের আশ্রয়ে যেতে সতর্ক করা হয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, রাশিয়া রাতভর যে ৫৩৭টি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে ৫১০টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে অন্তত সাতটি স্থানে হামলা সফল হয়।

অন্যদিকে, ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণে রাশিয়ার দুটি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্রাসনোদার অঞ্চলে শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন দেখা যায়, এছাড়া সামারা অঞ্চলের সিজরান শোধনাগারেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

রুশ হামলার তীব্রতা বাড়লেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেন, “কূটনীতির জানালা খুলে দিতে হলে রাশিয়ার অর্থায়নকারীদের ওপর কঠোর ব্যবস্থা এবং মস্কোর জ্বালানি ও ব্যাংকিং খাতে কার্যকর নিষেধাজ্ঞা আরোপ জরুরি।”

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া ক্যালাস এদিন কোপেনহেগেনে সাংবাদিকদের জানান, রাশিয়ার ওপর আরোপিত সম্পদ জব্দ কেবলমাত্র তখনই প্রত্যাহার করা যেতে পারে যদি মস্কো যুদ্ধ ক্ষতিপূরণ দেয়।

এদিকে ইউরোপীয় নেতাদের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ক আলোচনা দ্রুত অগ্রসর করার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এ আলোচনায় সম্পৃক্ত করা উচিত।

চলমান হামলা ইউক্রেনে মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন