- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেবিল হান্ট’-এর আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ছাতক উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক জুনেদ হাসান (৩৪)। তিনি দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামের বাসিন্দা। এছাড়া ছাতক সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক (৪৪) এবং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের রামনগর এলাকার মতছির আলী (৫৮) ও সমস উদ্দিন (৫০) গ্রেফতার হন।
পুলিশ সূত্র জানায়, চলমান মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার দিনভর ও রাতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবেই চারজনকে আটক করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘ডেবিল হান্ট’ অভিযানের লক্ষ্য হচ্ছে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, অভিযানের পর থেকে এলাকায় পুলিশের উপস্থিতি ও তৎপরতা বেড়েছে। নিয়মিত অভিযান চলায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে বলে মনে করছেন তারা।
পুলিশ বলছে, ‘ডেবিল হান্ট’ অভিযান চলমান থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।