- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আজ সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শৃঙ্খলা ও সমন্বয় সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন বলেন, “গতকাল আমাদের একটি সভা হয়েছিল। সভায় সিদ্ধান্ত হয়েছে, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একইদিনে আয়োজন করা হবে এবং একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।”
মেধাতালিকা ও খাতা মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে তিনি জানান, “এই বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। আমরা একটি আরও সভা করব, যেখানে এ সব চূড়ান্ত করা হবে।”
এর আগে, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছিল। গত ৬ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় ১২ ডিসেম্বর একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ডেন্টাল ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। পূর্বের সময়সূচি অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ৯ জানুয়ারির মধ্যে আয়োজন করা হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছিলেন।