- ১৩ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঘোষণা দিয়েছে, সরকার তাদের আট দফা দাবি না মানলে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে। মালিক সমিতির অন্যতম প্রধান দাবি হলো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ থেকে বাড়িয়ে ৩০ বছর করার বিষয়টি বাস্তবায়ন করা।
গতকাল (৭ আগস্ট) চট্টগ্রামের স্টেশন রোডের একটি হোটেলে আয়োজিত বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘১১ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে যদি সব দাবি পূরণ না হয়, তাহলে ১২ আগস্ট থেকে ধর্মঘট শুরু হবে এবং ১৫ আগস্ট পর্যন্ত চলবে। এরপর আর পিছু হটব না।’
সমাবেশে মালিকেরা সড়ক পরিবহন আইন, ২০১৮-এর কিছু ধারা সংশোধনের দাবি তুলেছেন। তারা জানিয়েছেন, দুর্ঘটনার মামলায় জামিন পাওয়া সাংবিধানিক অধিকার, যা আইন করে আটকে দেওয়া ঠিক নয়।
মালিকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে: চালকদের জামিন সংক্রান্ত ধারা সংশোধন, ১২ বছর বয়সী রিকন্ডিশনড গাড়ি আমদানি, মেয়াদোত্তীর্ণ গাড়ির জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি, মহাসড়কে থ্রি-হুইলার ও অবৈধ যানবাহনের জন্য আলাদা লেন চালু, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের প্রক্রিয়া দ্রুত করা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দ্রুত মালিকদের ফেরত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সরকার যদি দাবি না মেনে নেয়, তবে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে এবং একবার ধর্মঘট শুরু হলে পিছু হাটা হবে না।’