Tuesday, October 14, 2025

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, রাঙামাটি ও বান্দরবানে হাজার হাজার পরিবার পানিবন্দী


ফাইল ছবিঃ রাঙামাটি ও বান্দরবানে বৃষ্টির পানি জমাট (সংগৃহীত)

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বিপৎসীমার ওপর ওঠায় জেলার প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। পানি বৃদ্ধির কারণে রাঙামাটি-বান্দরবান সড়কে চলাচলকারী ফেরি বন্ধ থাকায় বাস চলাচলও বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার হ্রদের পানি কিছুটা কমেছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র থেকে পানির স্রোত নিয়ন্ত্রণে ১৬টি গেট দিয়ে পানি ছাড়ার পর স্রোত বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে ফেরি চলাচলে। কাপ্তাই বাঁধে পানি নিয়ন্ত্রণের ওপর ফেরি চলাচল নির্ভরশীল হওয়ায় এখনো ফেরি বন্ধ রয়েছে।

রাঙামাটি সদর, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার প্রায় ২ হাজার ৫০০ পরিবার পানিবন্দী রয়েছে, যাদের মধ্যে ১০৩ পরিবার ৭টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এছাড়া মানিকছড়ির বিসিক শিল্পনগর পানিতে তলিয়ে গেছে, যেখানে এখনও তিনটি সড়কে পানি বিরাজ করছে, ফলে মালামাল পরিবহন ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, পানিবন্দী হওয়ায় চলাচলে অনেক সমস্যার মুখে পড়েছেন। প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি খাবারসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন জানিয়েছেন, আশ্রয়কেন্দ্রে থাকা ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং অন্যদেরকেও শুকনা খাবার দেওয়া হচ্ছে।

জলবায়ু পরিস্থিতির উন্নতি না হলে পানিবন্দী পরিবারগুলোর দুর্ভোগ আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন