Tuesday, October 14, 2025

শরীয়তপুরে রাতের আঁধারে ছাত্রলীগের মৃত্যুবার্ষিকী পালন, ছয়জন আটক


ছবিঃ শোক পালন করতেছে ছাত্রলীগ (সংগৃহীত)

শরীয়তপুরে রাতের আঁধারে অন্তত তিনটি স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার রাতে মাস্ক পরে কয়েকজন ছাত্রলীগ কর্মী এ কর্মসূচি পালন করেন।

এই ঘটনায় সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে আটক করেছে। ডোমসা থেকে আটক ব্যক্তিরা হলেন কাউসার ফকির (২৮), মামুন খান (২৬), আবদুল মান্নান বেপারী (২৩) এবং মুন্না খান (২৫)। বিলাসপুর থেকে আটক হয়েছেন শামীম মাদবর (২৮) ও আসাদ মুন্সি (১৮)।

ছাত্রলীগের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ ‘বাংলাদেশ স্টুডেন্টস লীগ’-এ মৃত্যুবার্ষিকী পালনের ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মাস্ক পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর ছবি সামনে মোমবাতি জ্বালিয়ে দোয়া ও প্রার্থনা করছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগানও দেওয়া হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, ১৫ আগস্টের আগে জাজিরায় সর্বশেষ প্রকাশ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে রাতের আঁধারে মশাল মিছিল, পোস্টার টাঙানো এবং প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কর্মকাণ্ড চলমান।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, বিলাসপুরের মুন্সিকান্দি এলাকায় রাত ১২টা থেকে ১টার মধ্যে কয়েকজন ছাত্রলীগ কর্মী একত্র হয়ে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে, অন্যরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হবে।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কিছু ব্যক্তি মুখোশ পরে বিভিন্ন স্লোগান দিয়েছেন। ভিডিওর মাধ্যমে তাদের শনাক্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন