- ১৩ অক্টোবর, ২০২৫
কক্সবাজারের উখিয়ার মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার পালংখালী সীমান্ত এলাকা থেকে এই ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মাদক পাচারকারীদের ট্র্যাক করা হয়। খবর অনুযায়ী, তারা মিয়ানমার থেকে পালংখালী সীমান্ত হয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে প্রবেশের চেষ্টা করছিল।
উখিয়া ৬৪ বিজিবির একটি দল রাতের অভিযানে কাটাখাল এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে তারা দেখতে পান সাতজন ব্যক্তি মাছের ঘেরের সঙ্গে থাকা সরু রাস্তা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন। বিজিবির চ্যালেঞ্জে ওই সাতজন চারটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে বিজিবির সদস্যরা ব্যাগ থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করেন।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা আইনি প্রক্রিয়ায় উখিয়া থানায় হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, পালিয়ে যাওয়া মাদক পাচারকারীদের শনাক্তের জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, “চলতি বছরের ২৫ মার্চ থেকে কার্যক্রম শুরু করা উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের এ পর্যন্ত জব্দ করা সবচেয়ে বড় ইয়াবার চালান এটি।”