Monday, January 19, 2026

শরীয়তপুরে পরীক্ষার পর শিক্ষার্থীর শ্লীলতাহানি: তদন্তে নেমেছে পুলিশ


প্রতীকী ছবিঃ নারীর শ্লীলতাহানি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। শরীয়তপুর

শরীয়তপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক শিক্ষার্থী বখাটেদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন। একই ঘটনায় তার সঙ্গে থাকা এক সহপাঠীকেও মারধর করে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বনবিভাগ কার্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর বক্তব্যে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরীক্ষা শেষে শিক্ষার্থীটি তার এক পুরুষ সহপাঠীকে নিয়ে শহরের মনহর বাজার এলাকার একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে অটোরিকশার অপেক্ষায় হাঁটছিলেন। বনবিভাগ কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ কয়েকজন যুবক তাদের পথরোধ করে। প্রথমে জিজ্ঞাসাবাদ, এরপর হুমকি ক্রমে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

সহপাঠীকে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বখাটেরা। পরে দুজনকে জোর করে বনবিভাগের ভেতরে নিয়ে যায়। সেখানে ৮–১০ জন যুবক শিক্ষার্থীর অভিভাবকের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। দাবি প্রত্যাখ্যান করলে শিক্ষার্থীকে দীর্ঘ দুই ঘণ্টা আটকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির শিকার হতে হয়। এ সময় ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

স্থানীয় দুই যুবক ঘটনাস্থলের কাছে দিয়ে যাওয়ার সময় ছাত্রীটি তাদের সহায়তা চাইলে তারা দ্রুত থানায় খবর দেয়। পুলিশ এসে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. খন্দকার রাশেদ আহমেদ বলেন, “মেয়েটি শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগ করেছে। চিকিৎসা ও প্রাথমিক পরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে মানসিকভাবে সে ভীষণ আঘাতপ্রাপ্ত।”

ঘটনা নিয়ে কিছু অসঙ্গতিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, “মেয়েটি প্রথমে নিজেকে সরকারি কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেয়, পরে ভিন্ন তথ্য দেয়। ঠিকানাতেও অসঙ্গতি রয়েছে। তবে অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে।”

এদিকে, স্থানীয়দের দাবী সরকারি অফিসের ভেতর এমন ভয়াবহ ঘটনা ঘটলেও দায়িত্বে থাকা কেউ এগিয়ে না আসায় ক্ষোভ তৈরি হয়েছে।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তদন্তের অগ্রগতি জানতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি নজর রাখছে সাধারণ মানুষ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন