Monday, January 19, 2026

ঢাকায় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’ এর কনসার্ট শেষ মুহূর্তে বাতিল


ছবিঃ পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বছরের শেষ দিকে ঢাকায় আয়োজন করা হওয়া পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’-এর কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে। প্রাইম ওয়েব কমিউনিকেশনস আয়োজিত কনসার্টের সব প্রস্তুতি থাকলেও, বৃহস্পতিবার গভীর রাতে আয়োজকরা ভেন্যু নিশ্চিত করতে ব্যর্থ হন। ফলে ব্যান্ডটিকে গান পরিবেশন না করেই দেশে ফিরে যেতে হয়।

‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছায় ব্যান্ড কাবিশ। আয়োজক প্রতিষ্ঠান তাদের ফেসবুক পোস্টে জানিয়েছিল, ‘‘ওয়েভ ফেস্ট সিজন ১’’-এ অংশ নিতে নিরাপদে ঢাকায় পৌঁছেছে কাবিশ। কনসার্টটি ঢাকার মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে হওয়ার কথা ছিল। কাবিশের সঙ্গে বাংলাদেশের ব্যান্ড ‘শিরোনামহীন’, ‘মেঘদল’সহ আরও কয়েকজন শিল্পীরও অংশ নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

তবে কনসার্টের আয়োজকরা বলেন, ভেন্যুর অনুমতি শেষ মুহূর্তে না দেয়ায় অনুষ্ঠান সম্ভব হয়নি। আয়োজক সূত্রে জানা গেছে, তারা ভেন্যু নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু অনুমতি না দেওয়ার কারণে গানপ্রেমী দর্শকরা বঞ্চিত হয়েছেন। এছাড়া আয়োজক প্রতিষ্ঠানও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংগীত সংশ্লিষ্টরা বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, কনসার্টটি শুক্রবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলার কথা ছিল। চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গান পরিবেশন করতে ঢাকায় এসেছিল কাবিশ। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো গানে পাকিস্তানি ব্যান্ডটি বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের কাছেও পরিচিত। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন এই সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড।

 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন