Friday, December 5, 2025

মৃত্যুর চার দিন পর প্রকাশিত জেনস সুমনের নতুন গান


ফাইল ছবিঃ জেনস সুমন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জনপ্রিয় গায়ক জেনস সুমনের মৃত্যুর চার দিন পর তাঁর নতুন গান “কেউ জানল না কেউ বুঝল না” প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশিত হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গত মঙ্গলবার। গানটির কথার রচয়িতা ফারুক আসাদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর।

জি-সিরিজের উপদেষ্টা ঈশা খান দূরে জানান, মৃত্যুর আগে কয়েক মাস ধরে জেনস সুমন টানা কয়েকটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছিলেন। এই গানগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে। তিনি বলেন, “সুমনের আরও কিছু গান রেকর্ড করা আছে। মারা যাওয়ার এক দিন আগেও অনেক রাত পর্যন্ত গান নিয়ে আলোচনা হয়েছে।”

সুরকার ও সংগীত পরিচালক অমিত কর জানান, জেনস সুমন তার খুব কাছের বন্ধু ছিলেন। তারা এই গানসহ আরও কিছু গানে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিলেন, যা পূর্ণতা পেল না।

জেনস সুমনের পুরো নাম গালিব আহসান মেহেদী। ১৯৭৯ সালে শরীয়তপুরে জন্ম হলেও বেড়ে উঠেছেন ঢাকায়। ১৯৯৭ সালে তাঁর প্রথম একক অ্যালবাম “আশীর্বাদ” প্রকাশিত হয়। ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে “একটা চাদর হবে” গানটি প্রচারের পর দেশব্যাপী পরিচিতি পান তিনি। ২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর শেষ অ্যালবাম “মন চলো রূপের নগরে”।

১৬ বছরের বিরতির পর ২০২৪ সালে জেনস সুমন আবারও গানে ফিরেছিলেন। জি-সিরিজের ব্যানারে তাঁর কণ্ঠে প্রকাশ পায় “আসমান জমিন”। সুমন তখন জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর নতুন করে শূন্য থেকে শুরু করছেন এবং নিয়মিত গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। কিন্তু এই নতুন যাত্রা দীর্ঘ হয়নি। ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে মারা যান জেনস সুমন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন