Friday, December 5, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আসনপ্রতি ৯৭ জন প্রতিযোগী


প্রতীকী ছবিঃ খুলনা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা 

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন প্রক্রিয়া ২৭ নভেম্বর শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মোট ১ হাজার ১১২টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছেন ১ লাখ ৮ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য গড়ে ৯৭ জন প্রতিযোগিতা করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র আরও জানায়, ভর্তি পরীক্ষা এ বছর বিভাগের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। A ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। B ইউনিটের (জীববিজ্ঞান) পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর। একই দিনে C ইউনিটের (কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুল) এবং D ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটে আবেদন সংখ্যা এভাবে বিভক্ত:

  • A ইউনিট: ৩৮,৯৬১টি আবেদন

  • B ইউনিট: ২৮,৯৬৮টি আবেদন

  • C ইউনিট: ৩৬,৭৩৬টি আবেদন

  • D ইউনিট: ৩,৬০৩টি আবেদন

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এবারের ভর্তি পরীক্ষা দেশের চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম। উল্লেখযোগ্যভাবে, এবারের পরীক্ষার মাধ্যমে প্রথমবারের মতো চট্টগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে এবং শিক্ষার্থীদের নিরাপদ ও সুষ্ঠু পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন