- ১৪ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বানানোর সময় ঘটে যাওয়া বিস্ফোরণে আহত আরও এক যুবক মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নয়ন মোল্লা (২৭) মারা যান।
জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়ন মোল্লা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এর আগে গত ৮ জানুয়ারি ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের সাগর বেপারীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। তখন ঘটনাস্থলেই মারা যান একই এলাকার দেলোয়ার হোসেন বেপারীর ছেলে সোহান বেপারী (৩২) এবং রহিম সরদারের ছেলে নবীন সরদার (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায় এবং স্থানীয় পেঁয়াজ ক্ষেতে সোহান বেপারীর লাশ পাওয়া যায়। এই ঘটনায় আরও চারজন আহত হন, যারা গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বলেন, “এ ঘটনায় নবীন সরদার, নয়ন মোল্লাসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।"
মঙ্গলবার রাতে ডগ স্কোয়াডসহ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ৪৫টি ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আরও কিছু সময় ধরে এলাকায় বিশেষ নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হবে।