Wednesday, January 14, 2026

কুড়িগ্রামে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত, আহত ছেলে


ছবিঃ কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুড়িগ্রাম 

কুড়িগ্রাম শহরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে, সেনাবাহিনীর সদস্য নাজমুল ইসলাম (২৮) গুরুতর আহত হয়েছেন। আহত নাজমুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা সেতু সংলগ্ন তারামন বিবির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নজরুল ইসলাম তার ছেলে নাজমুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারামন বিবির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয় এবং তার ছেলে গুরুতর আহত হন।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর ধরলার পাড় এলাকার বাসিন্দা ও মহিরউদ্দিনের ছেলে। তিনি সাবেক সেনা সদস্য ছিলেন এবং স্থানীয়ভাবে যাত্রাপুর ইউনিয়ন বিএনপির একজন সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন