- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। শরীয়তপুর
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক বিএনপি নেতার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। একটি নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।
ঘটনাটি ঘটে গত শনিবার রাতে নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায়। সেখানে নিজের ব্যক্তিগত কার্যালয়ে বিএনপির প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ওরফে সাগর। ওই সভার বক্তব্য তিনি ফেসবুকে লাইভ সম্প্রচার করেন।
ভিডিওতে দেখা যায়, বক্তব্যের একপর্যায়ে তিনি আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর ভোটারদের উদ্দেশে কঠোর ভাষায় কথা বলেন এবং বিএনপির বিপক্ষে ভোট দেওয়ার বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে মতিউর রহমান নিজের ফেসবুক আইডি থেকে ভিডিওটি সরিয়ে নেন। তবে ততক্ষণে অনেকেই ভিডিওটি সংরক্ষণ করে পুনরায় প্রচার শুরু করেন।
বিষয়টি নিয়ে চাপ বাড়লে রোববার বিকেলে এক ফেসবুক লাইভে মতিউর রহমান দাবি করেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি বলেন, একটি মহল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার বক্তব্যের অংশ জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি দেশবাসী ও গণমাধ্যমকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
এদিকে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বলেন, ওই বক্তব্য দলীয় অবস্থানকে প্রতিনিধিত্ব করে না। তিনি জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাশার বলেন, তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হলেও তারা ধৈর্যের সঙ্গে রাজনীতি করতে বিশ্বাসী। তিনি বলেন, জনগণ ও আল্লাহই এসব বিষয়ের চূড়ান্ত বিচার করবেন।
এ বিষয়ে শরীয়তপুর–২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ুম খান জানান, নির্বাচনী আচরণবিধি মেনে চলা সব রাজনৈতিক দলের জন্য বাধ্যতামূলক। তিনি বলেন, ভিডিওটি তার নজরে এসেছে, তবে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি শরীয়তপুর–২ আসনের নির্বাচনী পরিবেশে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা।