Tuesday, October 14, 2025

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে ছয় নতুন মুখ, অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী সিরিজ শুরু ১৭ জুন


বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর মাত্র দুদিন আগে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৬ই জুন (সোমবার)  প্রকাশিত ১৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন ছয় নতুন মুখ, যাদের অভিষেক হতে পারে এই সিরিজে।প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন লাহিরু উদারা, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েকে, থারিন্দু রত্নায়েকে এবং ঈশিতা ভিজেসুন্দরা। এই তরুণ ক্রিকেটারদের অন্তর্ভুক্তি শ্রীলঙ্কার ভবিষ্যৎ পরিকল্পনারই ইঙ্গিত দেয়।তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। ২০০৯ সালে গলেই টেস্ট অভিষেক হয়েছিল ম্যাথিউসের, আবার সেই গলেই তিনি গড়বেন নিজের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি।সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন গলে, আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৫ জুন কলম্বোয়। এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু হচ্ছে।

পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েকে, প্রবাত জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, মিলন রথনায়েকে, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিতা, ঈশিতা ভিজেসুন্দরা।

ছবি : ক্রিকইনফোবাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা শ্রীলঙ্কার। ১৬ই জুন ২০২৫

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন