- ১৩ অক্টোবর, ২০২৫
ইসরায়েলের আবাসিক ভবনগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকর্মীরা ছাঁটাচ্ছেন, কুকুর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে জীবিত উদ্ধার করার চেষ্টা চলছে। এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছে। দুই দিন ধরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩-এ।
রোববার বিকেল ৪টার পর দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে থাকে, যা ছিল দিনবেলা প্রথমবারের মতো। তেল আবিবে নতুন করে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
অপরদিকে, ইরানের রাজধানী তেহরানের রাতের আকাশ জ্বলে উঠেছে একটি বিশাল আগুনে, যা একটি জ্বালানি ডিপোতে লাগা আগুনের ফলে ঘটে। এই আগুনের পেছনে ইসরায়েলের তেলের ও গ্যাস খাতের উপর হামলা রয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি ও ইরানি রাষ্ট্রের কার্যক্রমের জন্য বড় ধাক্কা হিসেবে মূল্যায়িত হচ্ছে।