Tuesday, October 14, 2025

সৌদি সরকারের অনুদানে দেশে নির্মিত হবে আটটি আইকনিক মসজিদ


ছবি: (সংগৃহীত)

সৌদি আরবের সরকার বাংলাদেশের জন্য বড় ধরনের অর্থনৈতিক সহায়তা ঘোষণা করেছে। আটটি আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকার ২৪৪ কোটি টাকা অনুদান দেবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এই অর্থ রাজকীয় গ্রান্ট থেকে বরাদ্দ দেওয়া হবে।

রোববার (২৭ জুলাই) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ-এর সাক্ষাৎকালে এই ঘোষণা দেওয়া হয়।

ধর্ম উপদেষ্টা জানান, সৌদি সরকারের অর্থায়নে এই আইকনিক মসজিদগুলোর নির্মাণ কাজ যত দ্রুত সম্ভব শুরু করা হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন বিভাগ থেকে জমির প্রস্তাব জমা পড়েছে এবং বাকি জায়গাগুলোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে।

উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কাজ করছেন এবং তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।” একইভাবে সৌদির ভিশন-২০৩০ বাস্তবায়নেও বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানান তিনি।

এ বছর সুন্দর ও সফল হজ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান উপদেষ্টা। পাশাপাশি, আগামী হজ ব্যবস্থাপনায় উন্নয়ন আনতে তিনি কিছু প্রস্তাবও দেন:

  • মিনায় ওয়াশরুমের সংখ্যা বৃদ্ধি

  • আরাফা ও মুজদালিফায় পানির ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ

  • মিনার তাঁবুগুলিতে বিছানার সাইজ বাড়ানো

এই বিষয়ে রাষ্ট্রদূত বলেন, তিনি প্রস্তাবগুলো সৌদি সরকার ও হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পৌঁছে দেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সাক্ষাৎকালে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হয়:

  • হজযাত্রীদের লাগেজে RFID ট্যাগ সংযুক্ত করা

  • ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন

  • দুই দেশের মধ্যে শিক্ষা, ধর্মীয় ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক এবং হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন