Friday, December 5, 2025

সোশ্যাল মিডিয়ার নৈরাজ্য গণতন্ত্রের জন্য হুমকি: মির্জা ফখরুল


ছবিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সামাজিক যোগাযোগমাধ্যমে দায়বদ্ধতার অভাব বিশ্বব্যাপী সংকটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, অনিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা বাড়িয়ে দিচ্ছে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “সোশ্যাল মিডিয়ায় এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হয় পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে। মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে হেয় করা হচ্ছে, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মনগড়া প্রচারণা চালানো হচ্ছে। এতে সমাজে বিভাজন তৈরি হচ্ছে এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।”তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের মূল ভিত্তি হলেও দেশে ভিন্নমতকে ‘শত্রু’ ভাবার প্রবণতা বেড়েছে। “আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি কিন্তু আপনার মত প্রকাশের অধিকারকে সম্মান করতেই হবে,” যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব দাবি করেন, তার দল সবসময় বহুদলীয় গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান করেছে। “১৯৭৫ সালের পর জিয়াউর রহমান মানুষকে বহুদলীয় রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন, বন্ধ থাকা পত্রিকাগুলো চালু করেন। পরবর্তীতে খালেদা জিয়াও গণমাধ্যমকে শক্তিশালী করতে ভূমিকা রাখেন,” বলেন তিনি।

তিনি দাবি করেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার স্পষ্টভাবে উল্লেখ আছে। “এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা আমাদের পরীক্ষিত অবস্থান,” মন্তব্য করেন মির্জা ফখরুল।

সাংবাদিক সংগঠনগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলের ওপর ভরসা করলে অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। মালিকপক্ষ ও সরকারের সঙ্গে আপনাদের শক্তভাবে কথা বলতে হবে। গত ১৫ বছরে যেভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ অনেকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন