Monday, January 19, 2026

ঢাকার ধামরাইয়ে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ


ছবি: ধামরাইয়ে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেছেন চালক। তবে ঘটনাস্থলে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর–খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামসুল হক জানান, ঘটনার সময় বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল। হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে স্থানীয়রা বাসের চালককে খবর দেন। পরে চালক ও আশপাশের লোকজন পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছিলেন। বাসটির সামনের অংশ পুড়ে গেছে, তবে কেউ আহত হয়নি।”

বাসের চালক অভিযোগ করে বলেন, “ইচ্ছাকৃতভাবেই দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। কোনো বৈদ্যুতিক সমস্যা ছিল না। আগুন হঠাৎ করে চারদিকে ছড়িয়ে পড়ে।” বাসের মালিক পক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাসের আসন ও অভ্যন্তরীণ বেশ কিছু অংশ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় তেমন লোক চলাচল ছিল না। হঠাৎ আগুন দেখে তারা দ্রুত এগিয়ে এসে তা নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন