- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় থাকা ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’—যা জিয়াউর রহমানের সময় অন্তর্ভুক্ত ছিল—পুনর্বহাল করা হবে।
আজ শনিবার দুপুরে মহাসম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, মুসলিম উম্মাহর ভেতর বিভক্তি ও দুর্বলতার কারণেই ফিলিস্তিন, আরাকানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতন ও হত্যাযজ্ঞের শিকার হচ্ছে। তিনি মুসলমানদের ঐক্যের ওপর গুরুত্ব দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “ইনশাআল্লাহ, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ আমাদের দিলে এবং সব শ্রেণির আলেম-ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করলে আজকের সব দাবি-দাওয়া বাস্তবায়নে আমরা আইনগত উদ্যোগ নেব।”
তবে তাঁর বক্তব্যের এক পর্যায়ে মঞ্চে উপস্থিত কয়েকজন ও সামনে থাকা অংশগ্রহণকারীরা তাকে ‘কাদিয়ানিদের’ কাফির ঘোষণা করার দাবি তোলেন। এতে কিছুক্ষণ হট্টগোলের পরিস্থিতি সৃষ্টি হয়।
প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, “যে ভাষায় আপনারা আমাকে কথা বলতে বলছেন, সেটি আইনের ভাষা নয়। জাতীয় সংসদে আলোচনা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সব সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এজন্য সারা দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।”
তিনি আরও আশ্বাস দেন যে, এবারের মহাসম্মেলনে উত্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়নে বিএনপি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরজুড়ে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, ইসলামী পীর-মাশায়েখ ও বিপুল সংখ্যক অনুসারী অংশ নেন।