Tuesday, October 14, 2025

সময় কম, ঐকমত্য না হলে সনদ প্রণয়ন সম্ভব নয়: অধ্যাপক ড. আলী রীয়াজ


ছবি: সংগৃহীত

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সময় কম থাকায় কিছু বিষয়ে ঐকমত্য না হলে জাতীয় সনদ তৈরিতে অগ্রগতি আসবে না। তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই।

সোমবার বেলা সোয়া ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে। কোনো বিষয়ে কারও দ্বিমত থাকলে সেটিও সনদে উল্লেখ করা হবে বলে জানানো হয়।

আজকের আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

একমতবিহীন বিষয় থাকলেও দ্রুত একসাথে সনদ প্রণয়ন করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে ঐকমত্য কমিশন সব পক্ষকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন