- ১৩ অক্টোবর, ২০২৫
PNN প্রতিবেদক: রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে গুলশান থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা নিজেদের "সমন্বয়ক" পরিচয়ে চাঁদা দাবি করছিলেন এবং ভুক্তভোগী পরিবারকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তাদের দাবি অনুযায়ী, আগে ১০ লাখ টাকা আদায় করা হয় এবং পরবর্তী পর্যায়ে ৫০ লাখ টাকা দাবি করতে গিয়েই তারা পুলিশের হাতে আটক হন।
পুলিশ সূত্র জানায়, ১৭ জুলাই আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের গুলশান ৮৩ নম্বর সড়কের বাসায় গিয়ে অভিযুক্তরা প্রথম দফায় ১০ লাখ টাকা নেন। শনিবার সন্ধ্যায় রিয়াদসহ পাঁচজন আবার একই বাসায় গিয়ে শাম্মীর স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় ভুক্তভোগী পরিবার গুলশান থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে।
ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি গেস্ট রুমে দুই যুবক একটি বাসার ভেতরে নগদ টাকা বুঝে নিচ্ছেন। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি শাম্মীর গুলশানস্থ বাসারই।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, “আজ দ্বিতীয় দফায় চাঁদা আদায়ের চেষ্টা করলে আমরা তাৎক্ষণিকভাবে পাঁচজনকে আটক করি। এর আগে তারা ১০ লাখ টাকা নিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার বিষয়ে আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদ বা তার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।