Tuesday, October 14, 2025

ছাত্রলীগ আখ্যা দিয়ে ঢাবি ছাত্রদল কর্মীকে হয়রানির অভিযোগ


ছবিঃ সংবাদ সম্মেলনে উপস্থিত জান্নাতুল ফেরদৌস পুতুল ও একই বিভাগের শিক্ষার্থী ক্যান্টন চাকমা (PNN)

PNN | ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জান্নাতুল ফেরদৌস পুতুল অভিযোগ করেছেন, তাকে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতুল এই অভিযোগ করেন।

তিনি জানান, ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মেট্রোরেল উদ্বোধনের সময় তার ডিপার্টমেন্ট থেকে কয়েকজনকে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিতে বলা হয়। সে সময় শেখ হাসিনার গ্রাফিতির সামনে নাচের মুহূর্তে তোলা একটি ছবি সম্প্রতি ভাইরাল হয় এবং তা ব্যবহার করে তাকে ‘ছাত্রলীগ কর্মী’ হিসেবে প্রচার করা হয়।

পুতুল বলেন, “আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি কখনো হলে থাকিনি, কারণ হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হতো। তারপরও আজ আমাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আমার রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রদলের ভেতর থেকেই একটি মহল তাকে ইচ্ছাকৃতভাবে ছাত্রলীগ হিসেবে উপস্থাপন করছে। তবে তিনি সেই মহলের পরিচয় প্রকাশে অপারগতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত পুতুলের বন্ধু ও একই বিভাগের শিক্ষার্থী ক্যান্টন চাকমা বলেন, “পুতুল কখনো ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো না। সে একজন ছাত্রদল কর্মী এবং একটি বিএনপি পরিবারের মেয়ে। যারা তাকে ছাত্রলীগ বলছে, তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই করছে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন