Tuesday, October 14, 2025

সমালোচনার মুখে ৬৫ মেডিকেল অফিসারের নিয়োগ বাতিল করল বাংলাদেশ শিশু হাসপাতাল


ছবিঃ ঢাকা শিশু হাসপাতাল (সংগৃহীত)

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের মুখে ৬৫ জন মেডিকেল অফিসারের নিয়োগ বাতিল করেছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম। তিনি জানান, পূর্বের নিয়োগ বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুনভাবে এবং সম্পূর্ণ নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হবে।

সম্প্রতি বিতর্কিতভাবে দেওয়া এই নিয়োগ নিয়ে চিকিৎসক মহলে ও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে অনেকে তদন্ত ও পুনঃনিয়োগের দাবি জানিয়ে আসছিলেন।

পরিস্থিতি বিবেচনায় নিয়েই হাসপাতাল কর্তৃপক্ষ নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিশু চিকিৎসা প্রতিষ্ঠান। ফলে এই নিয়োগ নিয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন