Tuesday, October 14, 2025

বার্সেলোনায় যাচ্ছেন মার্কাস রাশফোর্ড, চুক্তির আনুষ্ঠানিকতা সময়ের ব্যাপার মাত্র


ফাইল ছবি (সংগৃহীত)

ইউরোপিয়ান ফুটবলে চলমান গুঞ্জনের অবসান হতে যাচ্ছে শিগগিরই। ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে দলে ভেড়াতে চলেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির সবকিছু চূড়ান্ত পর্যায়ে রয়েছে, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা।

বিশ্বস্ত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যমতে, ম্যানচেস্টার ইউনাইটেড রাশফোর্ডকে এক বছরের জন্য ধার দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে, যার মধ্যে রয়েছে ভবিষ্যতে স্থায়ীভাবে চুক্তির সুযোগও। রাশফোর্ড নিজেও এ সিদ্ধান্তে মুখ্য ভূমিকা রেখেছেন বলে জানা গেছে।

ধার চুক্তিতে বার্সেলোনাকে রাশফোর্ডের সম্পূর্ণ বেতন বহন করতে হবে। তবে এই বিষয়েও বড় ছাড় দিয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলের এই তারকা। ইউনাইটেডে প্রতি বছর যেখানে তার আয় ছিল ১৮ মিলিয়ন ইউরো, সেখানে বার্সার হয়ে খেলতে তিনি রাজি হয়েছেন মাত্র ১০ মিলিয়ন ইউরোতে, যা প্রায় ৩০ শতাংশ কম।

আগামী কয়েক দিনের মধ্যেই বার্সেলোনায় পৌঁছে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন রাশফোর্ড। এরপর কাতালান ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে তাকে।

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেকের পর দুর্দান্ত শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হন রাশফোর্ড। শেষ মৌসুমে ধারে অ্যাস্টন ভিলায় খেলেন তিনি। নতুন মৌসুম সামনে রেখে নতুন ঠিকানা খুঁজছিলেন এই ফরোয়ার্ড। তখনই বার্সার আগ্রহ তার কাছে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।

একাধিক ক্লাব আগ্রহ দেখালেও রাশফোর্ড মনস্থির করেছিলেন কেবল বার্সেলোনাকেই ঘিরে। নিজেকে নতুন করে গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি পাড়ি জমাচ্ছেন লা লিগার শীর্ষ দলটিতে। এখন দেখার পালা, কাতালানদের জার্সিতে তিনি কতটা আলো ছড়াতে পারেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন