Tuesday, October 14, 2025

শিশু চুরির মামলায় হাসপাতালে চিকিৎসাধীন শাহজাদীকে আদালতে পাঠিয়ে কারাগারে স্থানান্তর


ছবিঃ সিরাজুল ইসলামের স্ত্রী শাহজাদী ও তার ১১ দিন বয়সি কন্যাশিশু (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাহজাদী। রোববার দুপুরে খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তাকে আদালতে পাঠানো হয়। আদালতে শাহজাদীর পক্ষে কোনো আইনজীবী বা জামিন আবেদনকারী উপস্থিত ছিলেন না, তাই শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১১ দিন বয়সি কন্যাশিশুকে দেখাশোনা করার কেউ না থাকায় পুলিশ শিশুটিকেও শাহজাদীর সঙ্গে খুলনা জেলা কারাগারে নিয়ে যায়।

ঘটনার পটভূমি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর খুলনার রূপসা এলাকার একটি হাসপাতালে বাগেরহাটের রামপালের সিরাজুল ইসলামের স্ত্রী শাহজাদী কোলজুড়ে কন্যা সন্তানের জন্ম দেন। ছেলে হওয়ার প্রত্যাশায় পরিবারের সদস্যরা হতাশ হন। ১৫ সেপ্টেম্বর একই হাসপাতালে চার দিন বয়সি ছেলে নবজাতক চুরি হয়। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তৎপরতায় শিশুটি শাহজাদীর মা নার্গিস বেগমের কাছে পাওয়া যায় এবং এই ঘটনায় শাহজাদী ও তার মা মানবপাচার আইনে মামলার আসামি হন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, শাহজাদী সুস্থ হয়ে আদালতে উপস্থাপন করা হয় এবং নিয়ম অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে। মানবিক বিবেচনায় শিশুটিকে মায়ের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন