Tuesday, October 14, 2025

কৃষি ও প্রযুক্তি খাতে পিছিয়ে পড়া নিয়ে হতাশা প্রকাশ, প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য


ফাইল ছবিঃ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো তাদের মূল উৎপাদন লক্ষ্য থেকে সরে এসে সীমিত কর্মকাণ্ডে যুক্ত হয়েছে, যা দেখে লজ্জা লাগে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড যন্ত্রাংশ তৈরি থেকে শুরু করে এখন হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে, আর বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড গাড়ি বানানোর সক্ষমতা থাকা সত্ত্বেও শুধু গাড়ির ফিল্টার তৈরি করছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও শিল্প এলাকায় ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার পূর্বে বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করা হতো, কিন্তু এখন আমরা একদম পিছিয়ে পড়েছি। দেশে এখনো মোটরসাইকেল বানানো হয়, কিন্তু নিজস্ব ইঞ্জিন তৈরি করা সম্ভব হয়নি। বিশ্বে যেখানে ড্রোন ও রোবট ব্যবহার করে কৃষি চাষ করা হয়, আমরা এখনও পাওয়ার টিলার ও কম্বাইন হারভেস্টারে নির্ভর।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, শিল্পে সক্ষমতা বৃদ্ধি করতে হলে স্পষ্ট মডেল ও পরিষ্কার টার্গেট থাকা জরুরি। সাময়িক সময়ের জন্য ত্যাগ স্বীকার করে নিজেদের শিল্প উন্নয়নে এগোতে হবে।

এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, রেমিট্যান্স ও পোশাক শিল্পে আমাদের অগ্রগতি হলেও অর্থনীতির মূল চালক হবে না। কৃষি, এসএমই ও প্রযুক্তিনির্ভর খাতগুলোকে অর্থনীতির মূল চালকের জায়গায় তুলে ধরা প্রয়োজন। তিনি দেশীয় অর্থনীতির উন্নয়নে রাজনৈতিক ঐকমত্যের পাশাপাশি পরিষ্কার দিকনির্দেশনার গুরুত্বেও জোর দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন