Friday, December 5, 2025

সিপিবি জনসভা মিরপুরে: বামপন্থী ও দেশপ্রেমিক শক্তিকে একত্রিত করার আহ্বান


ছবিঃ রাজধানীর মিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন সেনপাড়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য দেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বাতিল বা বিলম্বের ষড়যন্ত্র রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদবিরোধী আন্দোলন জোরদার করতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের ঈদগাহ মাঠসংলগ্ন সেনপাড়ায় অনুষ্ঠিত জনসভা আয়োজন করে সিপিবি ঢাকা মহানগর উত্তর শাখা। সভায় সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান এবং পরিচালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর উত্তরের সাবেক সভাপতি আহাম্মদ সাজেদুল হক, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন এবং মহানগর কমিটির সদস্য রিয়াজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সাজ্জাদ জহির বলেন, মুক্তিযুদ্ধের চার মূলনীতি সমুন্নত রাখতে শ্রমিক, কৃষক, যুব ও নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। বামপন্থীদের নেতৃত্বে দেশপ্রেমিক সব শক্তিকে একত্রিত করে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।

রুহিন হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের বিরোধীরা আজ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এই পরিস্থিতিতে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তনই সময়ের দাবি। গণতন্ত্রের ভিত্তি হলো নিরপেক্ষ ও সময়োপযোগী নির্বাচন। আগামী নির্বাচনের তারিখ ঘোষণা না হলে জনগণের মধ্যে অনিশ্চয়তা বাড়বে।”

সভায় আহাম্মদ সাজেদুল হক অভিযোগ করেন, দেশের সম্পদ এখন সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দেশীয় দোসরদের হাতে লুট হচ্ছে। তিনি বলেন, “ভবিষ্যৎ নির্বাচনের তারিখ এখনও নিশ্চিত নয়। জনগণ বৈষম্য, দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের শিকার। সমুদ্রবন্দর, গ্যাস, বিদ্যুৎ ও টেলিযোগাযোগসহ জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত দেশের সার্বভৌমত্বে আঘাত করছে।”

সিপিবি উল্লেখ করেছে, জনগণকে সংগঠিত ও সক্রিয় হয়ে জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য মাঠে নামতে হবে। পাশাপাশি, শোষণমুক্ত ও স্বচ্ছ সমাজ গঠনের সংগ্রাম জোরদার করতে বামপন্থী ও দেশপ্রেমিক শক্তিকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন