Tuesday, October 14, 2025

সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ: ইঞ্জিনে ত্রুটি, নিরাপদে ফিরল ঢাকায়


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে প্রায় ২৫০০ ফুট উচ্চতা থেকে নিরাপদে ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি। শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই উড়োজাহাজে ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পর প্রায় ২৫০০ ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর বিমানটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪ নম্বরে পার্ক করা হয়।


প্রাথমিকভাবে সম্ভাব্য বার্ড স্ট্রাইকের আশঙ্কায় অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে পরিদর্শন করে। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ আছেন।


ছবিঃ সিঙ্গাপুরগামী বিমান(মানবজীবন)  

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন