- ১৪ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কক্সবাজার, চকরিয়া: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর এক মন্তব্য ঘিরে কক্সবাজার ও চকরিয়ায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে “জুলাই পদযাত্রা” উপলক্ষে আয়োজিত এনসিপির এক সমাবেশে তিনি বলেন—
“আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।”
এই বক্তব্যে সরাসরি কারও নাম উল্লেখ না করা হলেও বিএনপির নেতাকর্মীরা একে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শিলং থেকে ফিরে আসা নেতা সালাহউদ্দিন আহমদ-কে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন।
এনসিপির নেতারা সমাবেশস্থল ত্যাগ করার সঙ্গে সঙ্গেই সেখানে ভাঙচুর চালানো হয়। দ্রুত ছড়িয়ে পড়ে উত্তেজনা—কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
একই সময়ে চকরিয়া, রামু এবং ঈদগাঁও উপজেলাগুলোতেও এনসিপির চলমান পথসভায় হামলার ঘটনা ঘটে। চকরিয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন সেনাবাহিনী মোতায়েন করে।