Tuesday, October 14, 2025

খুলনায় দেশি মদ পানে ৫ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক সেজে মদ তৈরির অভিযোগে আটক ১


ছবিঃ আটক মোসলেম আলি (সংগৃহীত)

খুলনা প্রতিনিধি | শাকিল আহমেদ, PNN: খুলনায় ঘরে তৈরি দেশি মদ পানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় মদ তৈরিকারক ও বিক্রেতা মোসলেম আলি (৭৮) কে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়ক রোডে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মোসলেম আলি এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত

তার মালিকানাধীন “মাতৃশোধন হোমিও ফার্মাসি” নামের দোকানের আড়ালে তিনি বাড়িতে বসে এলকোহল, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে দেশি মদ তৈরি করতেন, এমনটাই জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক

পুলিশ সূত্রে জানা গেছে, আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে ওই মদ পান করেন কয়েকজন। এরপর অসুস্থ হয়ে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি হন।

এর আগে সেই মদ থেকে শুক্রবার রাতে খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেটের সামনের বাসিন্দা তোতা মিয়া মারা যান। স্বাভাবিক মৃত্যু ধরে তার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে একই এলাকার গৌতম, বিকালে বয়রা শেরের মোড় এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন সাবু, বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আফরোজ হোসেন বাবু এবং রায়ের মহল মল্লিক বাড়ির বাসিন্দা সাজ্জাদ মারা যান। মদ পানে গুরুতর অসুস্থ বয়রা দাশপাড়া এলাকার বাসিন্দা সনু খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন