Tuesday, October 14, 2025

সৌদি প্রিন্সের মৃত্যুতে রাজপরিবারে শোকের ছায়া


ছবিঃ প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ (সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক | আসিফ মাহমুদ, PNN প্রতিবেদক: সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ, যিনি দীর্ঘ ২০ বছর কোমায় ছিলেন এবং পরিচিত ছিলেন ‘স্লিপিং প্রিন্স’ নামে—অবশেষে মৃত্যুবরণ করেছেন

২০০৫ সালে এক গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর থেকেই তিনি কোমায় ছিলেন এবং রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি রাজপরিবার

প্রিন্স আল ওয়ালিদ ছিলেন প্রয়াত কিং খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নাতি। তাঁর বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ ১৯৮৫ সালে এক বিমান দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুতে রাজপরিবার ও সারাদেশে শোক নেমে এসেছে। ইতিমধ্যে রিয়াদের আল-উদ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

২০ বছরের কোমা ও মৃত্যুর ঘটনাটি সৌদি আরবে আলোড়ন সৃষ্টি করেছে, এবং চিকিৎসা ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে।

সূত্র: Gulf News

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন