Monday, January 19, 2026

সিলেটে মধ্যরাতে পরপর দুই ভূমিকম্প, পাঁচ মিনিটে কাঁপল জনপদ


প্রতীকী ছবিঃ ভূমিকম্প (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট

সিলেটে পরপর দুইটি ভূমিকম্প অনুভূত হয়েছে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্প এবং এর ঠিক পাঁচ মিনিট পর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি ঘটে। উভয় কম্পনই তুলনামূলকভাবে হালকা হলেও স্থানীয়দের মধ্যে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রথম কম্পনের কেন্দ্র ছিল সিলেটের বিয়ানীবাজার এলাকা, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫। কেন্দ্রের স্থানাঙ্ক ২৪.৮৩° উত্তর ও ৯১.৮৩° পূর্ব, যা ঢাকা ভূমিকম্প কেন্দ্র থেকে প্রায় ২১৬ কিলোমিটার দূরে।

দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ এবং এর কেন্দ্র শনাক্ত করা হয়েছে মৌলভীবাজার জেলার বড়লেখায়। এর স্থানাঙ্ক ২৪.৭৯° উত্তর ও ৯২.২১° পূর্ব। ঢাকার পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দূরত্ব ২১৭ কিলোমিটার।

সাম্প্রতিক সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ছোট ছোট ভূমিকম্পের ঘনঘন পুনরাবৃত্তি বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ কারণে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব কম্পন বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস না হলেও সতর্ক থাকাই শ্রেয়।

ভূমিকম্প বিশেষজ্ঞরা ভবন নিরাপত্তা, জরুরি প্রস্তুতি এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন