Friday, January 23, 2026

সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান


ছবিঃ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট

“দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়—সবার আগে বাংলাদেশ”—এই বার্তা দিয়ে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

জনসভায় তারেক রহমান বলেন, দেশের রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস জনগণ। তাই বিএনপি দেশের মানুষের অধিকার ও ভাগ্যোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তিনি দাবি করেন, অতীতে নানা ষড়যন্ত্র ও অন্যায়ের ইতিহাস জনগণের চোখের সামনেই ঘটেছে এবং মানুষ সেগুলোর বিচার নিজ বিবেচনায় করেছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, গত দেড় দশকে একের পর এক নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। ব্যালট ছিনতাই, নিশিরাতের ভোট ও ‘ডামি নির্বাচন’-এর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও বিদেশে অর্থ পাচারের অভিযোগও তোলেন তারেক রহমান।

বক্তব্যে ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পৃথিবীর মালিকানা মানুষের নয়, আল্লাহর। কোনো রাজনৈতিক দল যদি মানুষের মালিকানার বাইরে থাকা বিষয় নিয়ে প্রতিশ্রুতি দেয়, তাহলে জনগণকে বিভ্রান্ত করা হয়। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি শুধু ভোটাধিকার প্রতিষ্ঠা নয়, মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। স্বৈরাচারমুক্ত দেশ গড়ার পর এখন জনগণের মৌলিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করাই দলের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

জনসভায় ‘গুম’ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ সিলেট অঞ্চলের নিখোঁজ নেতা-কর্মীদের কথাও উঠে আসে। মঞ্চ থেকে তাদের স্মরণ করা হয় এবং ন্যায়বিচারের দাবি জানানো হয়।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথির বক্তব্য দেন। এ ছাড়া তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

সকাল থেকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। স্লোগান ও দলীয় প্রতীকে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে আরও কয়েকটি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এসব সভায় সংশ্লিষ্ট এলাকার বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন