- ২২ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ নেতাদের স্মরণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সকালে ঢাকার দোয়েল চত্বরসংলগ্ন এলাকায় শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং সদ্য শহীদ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক একটি পদযাত্রা বের করা হয়। বেলা পৌনে একটার দিকে শুরু হওয়া এই পদযাত্রা শাহবাগ মোড় ঘুরে রমনা পার্কের পাশের সড়ক দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা-৮, ঢাকা-৯ ও ঢাকা-২০ আসনে দলটির মনোনীত প্রার্থীরা অংশ নেন। এ ছাড়া ১০-দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর কয়েকজন স্থানীয় নেতাকর্মীকেও মিছিলে দেখা যায়।
কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আদর্শ থেকেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার অনুপ্রেরণা নেয় এনসিপি। তিনি বলেন, জমিদারি ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে অতীতে যেভাবে সংগ্রাম হয়েছে, সেই ধারাবাহিকতাতেই আজ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে দলটি।
শহীদ শরিফ ওসমান হাদির প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, তাঁর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এনসিপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। তিনি দাবি করেন, এই নির্বাচন আধিপত্যবাদবিরোধী ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ। একই সঙ্গে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
পদযাত্রায় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। অংশগ্রহণকারীরা ১০-দলীয় ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানান এবং এনসিপির প্রার্থীদের শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তিনি বলেন, একটি বিশেষ দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি।
সমাপনী বক্তব্যে এনসিপির আহ্বায়ক বলেন, দীর্ঘ সময় পর দেশে মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছে। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এনসিপি ও ১০-দলীয় ঐক্যের প্রার্থীদের নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।