- ২১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০–দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৩০টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও কয়েকটি আসনে জোটভুক্ত দলগুলোর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করায় জোটের ভেতরে জটিলতা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কিন্তু এনসিপিকে ছেড়ে দেওয়া কয়েকটি আসনে জামায়াতে ইসলামীসহ অন্যান্য শরিক দলের প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বিষয়টি নিয়ে এনসিপি নেতৃত্ব শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।
নরসিংদী–২ আসনে ১০–দলীয় ঐক্য এনসিপিকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে এনসিপির প্রার্থী মো. গোলাম সারোয়ার (সারোয়ার তুষার)। তবে জামায়াতে ইসলামীর প্রার্থী আমজাদ হোসাইন শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করতে গেলে দলীয় কর্মী–সমর্থকদের বাধার মুখে পড়েন। পরে তিনি আর মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি।
একই পরিস্থিতি দেখা গেছে চট্টগ্রাম–৮ আসনেও। বোয়ালখালী উপজেলা এবং চান্দগাঁও–পাঁচলাইশ এলাকা নিয়ে গঠিত এ আসনে এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ। ঐক্যভুক্ত অন্য দলগুলোর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করলেও জামায়াত প্রার্থী মো. আবু নাছের প্রার্থিতা বহাল রাখেন। এ নিয়ে চট্টগ্রাম নগরে সংবাদ সম্মেলনে এনসিপির প্রার্থী ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।
এছাড়া সিরাজগঞ্জ–৬ ও নারায়ণগঞ্জ–৪ আসনও এনসিপিকে ছেড়ে দেওয়া হলেও সেখানে যথাক্রমে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও খেলাফত মজলিসের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। সিরাজগঞ্জ–৬ আসনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ এবং নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন।
অন্যদিকে, শরীয়তপুর–১ ও শেরপুর–১ আসনে এনসিপির নিজস্ব প্রার্থীরাও জোটভুক্ত দলকে ছাড় দেওয়া সত্ত্বেও মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। এনসিপির এক দায়িত্বশীল নেতা জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা উপস্থিত হতে না পারায় প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
এদিকে মৌলভীবাজার–৪ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে ১০–দলীয় ঐক্যের পক্ষ থেকে। এ আসনে এনসিপির প্রার্থী প্রীতম দাশের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, যেসব আসনে সমঝোতার পরও প্রার্থিতা প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে শরিক দলগুলোর সঙ্গে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে এনসিপি তাদের ঘোষিত প্রার্থী তালিকাও চূড়ান্ত করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা–১১ আসন থেকে এবং সদস্যসচিব আখতার হোসেন রংপুর–৪ আসন থেকে নির্বাচন করছেন। দেশের বিভিন্ন আসনে দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।