- ২২ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি বাজার এলাকা ঘুরে তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রার্থনা করেন।
সকাল সাড়ে ৯টার দিকে বাজার এলাকায় দেখা যায়, হেঁটে হেঁটে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করছেন তাসনিম জারা। নিজের পরিচয় দিয়ে তিনি ভোটারদের জানান, তিনি ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং তাঁর প্রতীক ফুটবল।
প্রচারণার সময় তরুণ-তরুণীদের মধ্যে তাঁকে ঘিরে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। কয়েকজন নারী শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে তাঁর সঙ্গে কোলাকুলি করেন এবং নির্বাচনে তাঁর বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। অনেকে ছবি তুলতে এগিয়ে আসেন, আবার কেউ কেউ দূর থেকে শুভেচ্ছা জানান। তাসনিম জারাও সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাঁদের কাছে দোয়া চান।
বাজারে এক বয়স্ক ফেরিওয়ালার কাছ থেকে শুভেচ্ছাস্বরূপ লাড্ডু গ্রহণ করতেও দেখা যায় তাঁকে। ওই বিক্রেতা বলেন, তিনি তাসনিম জারার জন্য দোয়া করবেন। এ সময় তাসনিম জারা হাতে হাতে প্রচারপত্র বিতরণ করেন। প্রচারপত্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানের পাশাপাশি তাঁর নাম ও প্রার্থিতার তথ্য উল্লেখ ছিল।
প্রচারণাকালে স্থানীয় নারীদের মধ্যেও ব্যাপক সাড়া পাওয়া যায়। অনেক নারী নিজ নিজ বাসার বারান্দা থেকে হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান। তাসনিম জারা হাসিমুখে তাঁদের অভিবাদনের জবাব দেন।
ঢাকা–৯ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানার একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত। এসব এলাকায় পর্যায়ক্রমে প্রচার চালানোর পরিকল্পনার কথা জানান তাঁর সঙ্গে থাকা সহযোগীরা।
এর আগে তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। রাজনৈতিক জোট গঠন সংক্রান্ত মতভেদের কারণে দল ছাড়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
পেশাগত জীবনে তাসনিম জারা একজন চিকিৎসক। পাশাপাশি তিনি শিক্ষকতা ও উদ্যোক্তা হিসেবেও যুক্ত। হলফনামা অনুযায়ী, দেশে চাকরি থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার টাকা এবং বিদেশ থেকে আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।