Tuesday, October 21, 2025

শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের ক্ষোভ


ছবিঃ অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

সরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা অভিযোগ তুলেছেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার নাকি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পথ অনুসরণ করছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে এই অভিযোগ করেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি।

অধ্যক্ষ আজীজি বলেন, “আমরা ভেবেছিলাম বর্তমান শিক্ষা উপদেষ্টা নতুন চিন্তা ও ন্যায্য সমাধান নিয়ে আসবেন। কিন্তু তিনি ঠিক আগের নীতির অনুসারী হয়ে পড়েছেন। যাদের নিয়ে আন্দোলন চলছে, তাদের সঙ্গে কথা না বলে তিনি অবসরপ্রাপ্ত কিছু শিক্ষক নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন—যা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, “আমরা এখন নিশ্চিত যে, উপদেষ্টা নিজেই এই আন্দোলন ভাঙার ষড়যন্ত্রে নেমেছেন। তবে আমরা কোনো প্ররোচনায় পা দেব না। শান্তিপূর্ণ উপায়েই আমরা আমাদের দাবির বাস্তবায়ন চাই।”

শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজীজি জানান, জাতীয়করণ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দীর্ঘদিন ধরে শহীদ মিনারে অবস্থান করছেন। কিন্তু নীতিনির্ধারক পর্যায়ে তাদের সঙ্গে প্রত্যক্ষ সংলাপের পরিবর্তে পরোক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে—যা আন্দোলনকারীদের প্রতি অবিচার।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, তারা চান সরকার দ্রুত ন্যায্য সমাধানে পৌঁছাক এবং শিক্ষা উপদেষ্টা বাস্তব চিত্র বিবেচনা করে সিদ্ধান্ত নিন। অন্যথায় তারা মাঠে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন